১৩ জানুয়ারি ২০১৯ / ৩০ পৌষ ১৪২৫ রবিবার
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও শনি। ১৩ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর ইউরেনাসের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা – ৪,১৩,২২,৩১। আপনার শুভ বর্ণ – নীল ও গোলাপী। শুভ গ্রহ ও বার – শনি ও রবি। শুভ রত্ন :নীলা ও গার্ণেট ।
আজকের দিনে জন্মগ্রহন কারী বিখ্যাত ব্যক্তিরা হলেন – চলচিত্র পরিচালক শক্তি সামন্ত, রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা , জীববিজ্ঞাণী রস হ্যারিসন প্রমূখ।
আজকের দিনের শুভ রং – গোলাপী ও আকাশী রং এর মিশেলে শুভ ফল পাবেন।
আজকের দিনের শুভ সময় – জ্যোতিষীর দৃষ্টিতে আজকের শুভ সময় দুপর: ১২:৩৪ থেকে ৩:২৪, বিকাল: ৪:০৬-৪:৫০ রাত: ৮:১২-৯:৫৮ এর মধ্যে।
চন্দ্রাবস্থান – আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। ৭মী তিথি, রাত: ৭:৩১ থেকে ৮মী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) – মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীক কাজে কোনো কর্মচারীর উপর বেশী নির্ভর না করাই ভালো। ভ্রমনের যোগ প্রবল। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রবাসীদের দিনটি ভালো যাবে। আমদানী রপ্তাণী বাণিজ্যে কোনো ভালো সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) – বৃষ রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক দিক থেকে সাফল্যের। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। বন্ধুর সাহায্য লাভের যোগ প্রবল। ঠিকাদারী কাজে সাফল্য লাভের যোগ প্রবল। চাকরীজীবীদের বকেয়া বেতন আদায়ের সুযোগ রয়েছে। বেসরকারী চাকরীজীবীরা বাড়তি আয়ের সুযোগ পেয়ে যাবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) – মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে আজ সাফল্য আসবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন। রাজনীতিবিদদের দিনটি ভালো যাবে। ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বেকারদের চাকরী লাভের যোগ রয়েছে। ট্যাকনিক্যাল কাজের সাথে জড়িতদের আয় রোজগার বাড়বে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) – কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ আপনার ভাগ্য উন্নতির সুযোগ আসবে। বিদ্যার্থীরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অংশ নিতে পারেন। ধ্যাণ ও মেডিটেশনে অগ্রগতি হবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) – সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। আজ রাস্তাঘাটে সতর্কতার সাথে চলতে হবে। দূর্ঘটনার সম্মূখীণ হতে পারেন। আইনগত জটিলতায় জামিনের যোগ রয়েছে। পাওনাদারের সাথে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। পুণরায় ঋণ নেওয়ার যোগ প্রবল। প্রশাসনিক কর্মকর্তাদের দিনটি ঝামেলাপূর্ণ।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) – কন্যার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ সকাল সকালই দাম্পত্য সুখ শান্তি পাবেন। জীবন সাথীর সাথে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আশা করা যায়। অংশিদারী কাজে কোনো বন্ধুর সাহায্য পেয়ে যাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) – তুলা রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। কর্মস্থলে নানা রকম জটিলতার সম্মূখীন হতে হবে। আজ অণৈতিক কোনো কাজে অগ্রসর না হওয়াই ভালো। আজ দূর্ণীতিবাজদের সতর্ক হতে হবে। কোনো মূল্যবান দলিল বা যন্ত্রপাতি হারিয়ে ফেলার যোগ প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) – বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভের সুযোগ পেতে পারেন। সৃজনশীল কাজে আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। বিদ্যার্থীরা কোনো পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) – ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগারের সুযোগ বৃদ্ধি পাবে। আজ গৃহস্থালী কাজে কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। যানবাহন মেরামতে ব্যয় বৃদ্ধি পাবে। আসবাব পত্র ক্রয়ের যোগ প্রবল। মায়ের সাথে নানা বা খালার বাড়ীতে বেড়াতে যাওয়ার যোগ।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী) – মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ী ও কর্মচারীদের দিনটি ভালো যাবে না। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। হটাৎ কোনো ভাই বোনের দূর্ঘটনার সংবাদ পেতে পারেন। ব্যবসায়ীক যোগযোগ শুভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী) – কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ ব্যবসায়ীদের আয় রোজাগার বৃদ্ধি পাবে। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরুপ আয় রোজগার হবে না। সঞ্চয়ের সুযোগ আসবে। বাড়ীতে কোনো আত্মীয় স্বজনের আগমন হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ) – মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। কর্মস্থলে আপনার ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে সাফল্য পেতে পারেন। আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে পারেন। আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। কোনো অংশিদারী কাজে সাফল্য পেয়ে যাবেন।
Leave a Reply