স্টাফ রিপোর্টার।।
ঐতিহ্যবাহী রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং এর (২০২২-২৩)কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
জানা যায় যে, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং এর গত ৮ মার্চ এক বিশেষ সভায় ৪৭ তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজাদ খান( ফরিদগঞ্জের সন্তান) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশেক রাসুল রাহাত।
এই সময় উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম রিফাত( সাবেক সভাপতি) , জোবাইদুল আলম ফরহাদ, শাহাদাৎ হোসেন মুন্না, আনিসুল ইসলাম রিয়াদ ও বর্তমান সভাপতি সাগর সেন প্রমুখ।
পরবর্তীতে গত ১৪ই এপ্রিল রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠিত হয়।কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সাগর সেন, সহ-সভাপতি এমরান আহমেদ তামিম,আরিফুর রহমান,আজিজুল হক, যুগ্ম সচিব আশরাফুল হক আকিব, কোষাধ্যক্ষ মতিউর রহমান মুহিত, ফারহানুল আলম, সুস্মিতা মজুমদার, মেহেদী হাসান,সাজিদ বিন দিদার, ফারসি,তৌকিব, শরিফুল কাদের রাকিব, মাসুদুর রহমান,এবং সায়মা সুলতানা।
বিস্তারিত জানতে চাইলে সভাপতি আজাদ খান বলেন, অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করব এবং সবার পরামর্শ নিয়েই কাজ করব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, আগামী রোটা-বর্ষে(২০২২-২৩) তারা দায়িত্ব পালন করবেন। নব-নির্বাচিত বোর্ড আগামী জুলাই ১ তারিখ হতে দায়িত্ব গ্রহন করবেন।
Leave a Reply