মতলব(চাঁদপুর)মোঃ শরিফুল ইসলাম শান্ত :
মতলব দক্ষিণ উপজেলা নারায়নপুর ইউনিয়নের জোড়পুল বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোড়পুল বাজারের ব্যবসায়ী মোঃ কামাল হোসেন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এজেন্ট ব্যাংকিং সিটি ব্যাংক শাখার এরিয়া ম্যানেজার ইফতেখার আহমেদ, টেরিটুরি ম্যানেজার তানভির আহমেদ, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. শ্যামল চন্দ্র দাস, শাহজানপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শান্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রবাসী ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম বেপারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠক সংবাদ পত্রিকার সম্পাদক লায়ন মোঃ সাইফুল ইসলাম রনি। আলোচনাসভা শেষে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply