স্টাফ রিপোর্টার।।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা মতিঝিলে বিজিবিএ’র কেন্দ্রীয় কার্যালয় ১৯ জুন রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রোসারী বিজনেস এসোসিয়েশন (বিজিবিএ) এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে করণীয় শীর্ষক’ মতবিনিময় সভা করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন।
বিজিবিএ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রোসারী বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন খান, সিটিএফকে বাংলাদেশ’র গ্রান্টস ম্যানেজার আবদুস সালাম মিঞা, সিটিএফকে বাংলাদেশ’র সিনিয়র পলিসি এ্যাডভাইজার আতাউর রহমান মাসুদ, বাংলাদেশ গ্রোসারী বিজনেস এসোসিয়েশনের পরিচালক মাকসুদ আলম, জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতির মতিঝিল ব্রাঞ্চ ইনচার্জ সাইফুর রহমান মানিক।
মত বিনিময় সভায় বক্তরা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের একশ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রয় এবং এসব পণ্য প্রদর্শন নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। এক জরিপে দেখা গেছে বিদ্যালয় ও খেলার মাঠের একশ গজের মধ্যে ৯০ শতাংশ বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য বিক্রয় হয়।
৮২ শতাংশ বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য শিশুদের দৃষ্টি সীমানার মধ্যে প্রদর্শিত হয়। ৬৪ শতাংশ বিক্রয়কেন্দ্রে চকলেট, ক্যান্ডি, খেলনা, মিষ্টি বা অন্যান্য সামগ্রীর পাশে/সাথে তামাকজাত দ্রব্যের প্রদর্শন দেখা যায়।
এই দ্রব্যগুলো এমনভাবে প্রদর্শিত হয় বিক্রয়কেন্দ্রের সামনের দিকে সোকেজের ভিতরে বা উপরে অন্যান্য আকর্ষনীয়ও দ্রব্যের সাথে বা পাশে স্তরে স্তরে সাজানো থাকে। আর তামাকজাত দ্রব্যের এধরনের প্রদর্শন শিশু-কিশোরদের তামাকজাত দ্রব্যের প্রতি আকৃষ্ট করছে প্রতিনিয়ত।
আর তাই তামাকজাত দ্রব্য বিক্রয় কেন্দ্রে এসব পণ্য প্রদর্শন, এবং বিক্রয় কেন্দ্রে তামাক পণ্যের খুচরা বিক্রয় নিষিদ্ধ করতে আইন সংশোধন খুব জরুরি।
এসোসিয়েশনের পরিচালক লায়ন মোঃ সাইফুল ইসলাম রণির সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য চিত্র প্রতিবেদন উপস্থাপন করেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান।
Leave a Reply