স্টাফ রিপোর্টার।।
জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক পাঠক সংবাদ ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডিপি নিউজ এর স্টাফ রিপোর্টার লেখক রাসেল ইব্রাহীম’র আজ জন্মদিন। জানা যায় যে, এই তরুণ লেখক ১৯৯৬ সালের ৩ জানুয়ারি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বর্তমানে চাঁদপুর সরকারী কলেজ পদার্থবিজ্ঞান বিভাগে ( মাস্টার্স) অধ্যয়নরত।তিনি ছাত্রজীবনে নিজ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে( ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজ, গাজীপুর ফাজিল মাদ্রাসা ইত্যাদি) গেস্ট টিচার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই পর্যন্ত বেশ কিছু বই লিখে তিনি প্রসংশা কুড়িয়েছেন। তার প্রকাশিত বইগুলো হলো- তুমি অপরা ( উপন্যাস), প্রেমবিদ্যা( গবেষণা মূলক,সম্পাদিত ) এবং চমৎকার পদার্থবিজ্ঞান( সংকলিত)। তাছাড়া তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির বিজ্ঞান ও আইসিটি বিষয়ক পরিচালক এবং প্রথম আলো বন্ধুসভার (চাঁদপুর শাখা) গত কমিটির দপ্তর সম্পাদক (বর্তমান কমিটি অপ্রকাশিত)।
তিনি কবিতা, গান এবং ছড়া লিখতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন।জন্মদিন নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাসেল ইব্রাহীম বলেন, “আমি কখনো জন্মদিন পালন করিনি, করার ইচ্ছা নেই।দিন যত যায়, ততই তো মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি।
আর এখানে আনন্দের কিছু নেই।সবার সাথে হাসিখুশি থাকতে চাই, কারো মনে কষ্ট দিতে চাই না এবং মানুষের পাশে থাকতে চাই । সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকা এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিপিনিউজ এর পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।
তরুণ লেখক রাসেল ইব্রাহীম’র জন্মদিন

Leave a Reply