আরিফুল ইসলাম শান্ত, চাঁদপুর :
চাঁদপুর প্রখ্যাত সংগীত প্রতিষ্ঠান সংগীত নিকেতনে মাসিক সুরসভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো বর্ষাঞ্জলি। প্রথমে সমবেত গান দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
তারপর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ শ্যামল সেনগুপ্তের স্বরণে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তী।
সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের সভাপতিত্বে এবং বিমল দে এর পরিচালনায় শহরের কোড়ালিয়াস্থ চন্দ্রকান্ত সাহা মিলনায়তনে সন্ধ্যা ৭ মনোমুগ্ধকর সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এসময় সংগীত পরিবেশন করেন, স্বপন সেনগুপ্ত, সত্য চক্রবর্তী, শংকর আর্চার্যী, শান্তি রক্ষিত, রিয়া চক্রবর্তী,কনীনিকা মিত্র, সোনালী সাহা ঐশী, নিশি, আশিক পোদ্ধার,পূজা কর্মকার, কাব্য কনিকা, সীমান্ত দে, অরুন্ধিত ও পুষ্পিতা দাসসহ
চাঁদপুরের একঝাঁক গুণী শিল্পী বর্ষার গান পরিবেশন করেন।
এসময়সংগীত নিকেতনের শিক্ষক- শিক্ষার্থী সহ বহু গুনী শিল্পী ও শ্রোতা ছিলো।
Leave a Reply