আতিয়ার রহমান, গোবিন্দগঞ্জ প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় দুমরে- মুচরে যায় অটোরিকশা এ ঘটনায় আহত হয় অটোরিকশার চালক সহ যাত্রীরা। ৯ জানুয়ারী সোমবার সকাল আনুমানিক ১০ টায় গোবিন্দগঞ্জ – মহিমাগঞ্জ আঞ্চলিক সড়কের সোনারপাড়া নামক স্থানে গোবিন্দগঞ্জ অভিমুখী অটোরিকশা এবং বিপরিতগামী (মহিমাগঞ্জ অভিমুখী) বালুবাহী বেপরোয়া ট্রাকের সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত ডাক্তার উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্করের স্ত্রী দুলালী বেগম(৪২)কে নিহত ঘোষণা করেন। আহত আরো ৬ জন হলেন সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম ( রুবেল) , শালমারা ইউনিয়ন পচারিয়া গ্রামের আাফজাল হোসেন,শালমারা ইউনিয়ন হাকিমপুর গ্রামের এনামুল, একই ইউনিয়নের কলাকাটা হাবীবপুর গ্রামের শাহ- আলম, শিবপুর ইউনিয়নের খিরিবাড়ী গ্রামের মানিক মিয়া,মালঞ্চা মধুপুর গ্রামের লাল মিয়া।
এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রেফারকৃত ৩ জনের মধ্যে গোবিন্দগঞ্জ সাফিয়া খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম( রুবেল)কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নিহত ঘোষণা করেন।
Leave a Reply