বিডিপি নিউজ ২৪ ডটকম।।
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়ের লেখা ‘আমার স্মৃতিরেখা।
বাংলা একাডেমি এই মেলার পরিবার পাবলিকেশনের ৪২০-৪২১ স্টলে বইটি পাওয়া যাবে। এই বইয়ের মাধ্যমে চাঁদপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরীর স্মৃতি কথা, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীর স্মৃতি কথা, হাজীগঞ্জ উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চুন্নু , শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, মেহের ডিগ্রি কলেজের শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোবারক হোসেন মজুমদার এবং সূচিপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদসহ আমার স্কুল, কলেজ জীবনের বন্ধুদের স্মৃতিরেখা। এছাড়াও বইটিতে দেশ ও প্রবাসের স্মৃতিরেখা তুলে ধরা হয়েছে। সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম হৃদয় বিডিপি নিউজকে বলেন, আমার মতো ক্ষুদ্র একজন লেখকের স্বার্থকতা তখনি আসবে যখন পাঠকের হাতে বইটি দেখবো। পাঠকরা বই কিনে পড়লে আমার লেখার আগ্রহ আরও বাড়বে এবং পরবর্তী বইটি প্রকাশের জন্য চেষ্টা থাকবে। লেখক আরও বলেন, নিজে বই পড়ুন, অন্যকে বই উপহার দিন।
—ধন্যবাদ সবাইকে
Leave a Reply