বিনোদন ডেস্ক | বিডিপি নিউজ :
বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যস্ততম নায়ক অভি। সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলে মোহাম্মদ আসলাম পরিচালিত “সমাধান” চলচ্চিত্রের প্রথম লটের শুটিং সম্পন্ন করেছেন।
এ ছবিটিতে প্রথমবারের মত অভির সাথে কাজ করছেন ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড খ্যাত সুবাহ। এ ছবিটি সম্পর্কে চিত্রনায়ক অভি বলেন, কমেডিয়ান ধরনের গল্প। বেশ ভালো লেগেছে কাজটি করে। এ ছবিটিতে আরও কাজ করছেন অরিন, সাদেক বাচ্চু, রেহানা জলি ও সুব্রত প্রমুখ।
Leave a Reply