কচুয়া চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. সেলিম তালুকদার। তিনি ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের তালুকদার বাড়ির কৃতিসন্তান। কচুয়া উপজেলা প্রশাসন এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী জানায়, মো. সেলিম তালুকদার পালখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তার এই অর্জনে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। ছাত্রছাত্রীদের লেখাপড়ার উন্নয়নে তার ভূমিকা প্রশংসার দাবি রাখে। মো. সেলিম তালুকদার বলেন, আগামী দিনে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে লেখাপড়ার মান উন্নয়নে কাজ করে যাব। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আলহাজ্ব মো. সেলিম তালুকদার দেশের জনপ্রিয় ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেডের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট, চাঁদপুরের জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক পাঠক সংবাদ উপদেষ্টা সম্পাদক, তালুকদার আদর্শ পাঠাগার’র সাধারণ সম্পাদকসহ আরও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
Leave a Reply